সাভারে ছাত্র হত্যাসহ ৯ মামলার আসামি টুন্ডা আরিফ গ্রেপ্তার
সাভার প্রতিনিধি :
জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র হত্যাসহ ৯ মামলার আসামি আরিফ ওরফে টুন্ডা আরিফকে (৩৬) গ্রেপ্তার করেছে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) রাতে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া আরিফ সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার রফিক উদ্দিন খানের (কচি) ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, হত্যা ও চাঁদাবাজি মামলাসহ আরিফ ওরফে টুন্ডা আরিফের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আরিফ সাভার পৌর এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা।