ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়

সদরপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র আসিফ নিহত

নিজস্ব প্রতিনিধি ফরিদপুর
জানুয়ারি ২১, ২০২৫ ৭:২০ পূর্বাহ্ণ
Link Copied!

সদরপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র আসিফ নিহত

ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে মুস্তাফিজুর আহম্মেদ ওরফে আসিফ খাঁন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আসিফ খাঁন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিন শৌলডুবি গ্রামের ওয়াদুদ খাঁনের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ ও নিহতের সহপাঠী বায়েজিদ হাসান জানান, আসিফ মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। সদরপুর ইউনিয়নের সদরপুর ফিলিং স্টেশনের পর মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে আসিফ সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ফরিদপুর নেওয়ার পথে আসিফ খাঁন পথিমধ্যে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি মো. আব্দুল মোতালেব বলেন, ‘ প্রাথমিকভাবে বেপোরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।