ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়

কেরানীগঞ্জে বাউন্ডারির দেয়াল ধসে চাপা পড়ে পথচারী নিহত

কে.এম.সোহেল হাওলাদে
জানুয়ারি ২৫, ২০২৫ ২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

কেরানীগঞ্জে বাউন্ডারির দেয়াল ধসে চাপা পড়ে পথচারী নিহত

ঢাকার কেরানীগঞ্জে বাউন্ডারির দেয়াল ধসে চাপা পড়ে মোছা. সুলতানা বেগম (৫০) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ চর রহিতপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৃতের ছেলে মেহেদী হাসান জানান, বিকেলে তার মা বাসার পাশে হাঁটতে বের হয়েছিলেন। রাস্তার পাশে একটি বাড়ির বাউন্ডারির দেয়ালের ইটের কিছু অংশ ধসে তার গায়ের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দিনাজপুর জেলার খানসামা থানার হোসেনপুর গ্রামের রিকশা মিস্ত্রির আব্দুল ওহাবের স্ত্রী সুলতানা বেগম। বর্তমানে চর রহিতপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।