ঢাকারবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়

ফরিদপুরের সালথায় তিন ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিনিধি ফরিদপুর
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় তিন ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

ফরিদপুরের সালথায় ইজিবাইক ছিনতাইয়ের সময় জনতার হাতে ধরা খেয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন তিন ছিনতাইকারী। পরে ওই তিন ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আটক হওয়া তিন ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় সালথা-ফরিদপুর সড়কে ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক হন তারা।

আটক ছিনতাইকারীরা হলেন- রাজশাহীর বেলপুকুর উপজেলার জয়পুর উত্তর জামিরা গ্রামের ইয়াকুব আলীর ছেলে বিপ্লব আলী (৩৫), সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের নুরুদ্দিন মোল্যার ছেলে আব্দুল আজিজ মোল্যা (৩৫) ও পাশের সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের আহাদ আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৩)।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান কালের কণ্ঠকে বলেন, শনিবার রাতে ইজিবাইক ছিনতাই করার সময় মেম্বার গট্টি এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে দেশের বিভন্ন থানায় একাধিক চুরি-ছিনতাইয়ের মামলা হয়েছে। রবিবার দুপুরে আটক ছিনতাইকারীদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সালথা-ফরিদপুর সড়কের মেম্বার গট্টি ও আগুলদিয়া মোড়ে গত কয়েক মাসে বেশ কয়েকটি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।