ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে জালনোটসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৪:১২ পূর্বাহ্ণ
Link Copied!

কেরানীগঞ্জে জালনোটসহ দুইজন গ্রেপ্তার

ঢাকা জেলার কেরানীগঞ্জে প্রায় অর্ধলক্ষ টাকা সমমূল্যের জালনোটসহ দুজন জাল টাকা সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তাররা হলেন- মো. জিলানী ইরান (১৯) ও মো. রিয়াদ (১৯)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-১০ এর মিডিয়া সেলের মাধ্যমে অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার সিনিয়র সহকারী পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

তিনি জানান, রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী এলাকায় একটি অভিযান চালায়। উক্ত অভিযানে ৯৯ হাজার ৫০০ টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের দুজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৫০০ টাকা সমমূল্যের ৯৯টি, সর্বমোট ৪৯ হাজার ৫০০ টাকা সমমূল্যের জাল টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অধিক লাভের আশায় এই জাল টাকা সংগ্রহ করে বিভিন্ন বাজার এবং জনসাধারণের কাছে সরবরাহ করে আসছিল।

সোমবার বিকেলে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে র‍্যাব সদস্য বাদি হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দ করা জাল টাকা হস্তান্তর করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।