ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ৯৭ কেজি ৮০০ গ্রাম গাজা সহ র‌্যাব ৫ এর অভিযানে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ৯৭ কেজি ৮০০ গ্রাম গাঁজসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের রুপগঞ্জের আউখাব গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সবুজ (৩২) ও কিশোরগঞ্জ সদর উপজেলার লঘুনন্দনপুর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে কামাল হোসেন (৩০)।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ইন্দইল আশা ফিলিং স্টেশন এলাকায় একটি ট্রাক থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের ট্রাক জব্দ করা হয়েছে।

আরো পড়ুন
অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে গুলি, ককটেলসহ গ্রেপ্তার ২
অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে গুলি, ককটেলসহ গ্রেপ্তার ২

থানা ও মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সিনিয়র এএসপি রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার ইন্দইল আশা ফিলিং স্টেশন এলাকায় অবস্থান করা একটি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ৯৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার ও ট্রাকটি জব্দ করে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।