ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দয়াগঞ্জ মোরে চলন্ত বাস থেকে মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দৌড়ে ধরল পুলিশ

কে.এম.সোহেল হাওলাদার
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৬:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর দয়াগঞ্জ মোড়ে চলন্ত বাস থেকে মোবাইল ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে দৌড়ে হাতেনাতে আটক করেছেন ট্রাফিক সার্জেন্ট আল মামুন। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীর নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, বাসে ওঠার সময় এক যাত্রীর পকেট থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় ওই ছিনতাইকারীর পিছু নেন ট্রাফিক সার্জেন্ট আল মামুন। এসময় প্রায় ১০০ মিটার দৌড়ে তাকে ধরে ফেলেন। এরপর আটক ছিনতাইকারীকে গেন্ডারিয়া থানার এসআই রিপনের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দয়াগঞ্জ মোড়ে কর্তব্যরত সার্জেন্ট আল মামুন অত্যন্ত সাহসিকতার সাথে ছিনতাইকারীকে ধাওয়া করে হাতেনাতে আটক করেন। তিনি আটককৃতকে থানায় হস্তান্তরসহ উদ্ধারকৃত মোবাইল মালিককে বুঝিয়ে দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক সার্জেন্ট আল-মামুন জানান, ‘আমরা প্রায়ই শুনি দয়াগঞ্জ মোড়ে চলন্ত গাড়ি ও গাড়ি থেকে যাত্রী ওঠা-নামার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। এসব ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

বলে পরামর্শ দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।