আশুলিয়ায় গ্যাস সরবরাহ না থাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গ্রাহকরা
বৈধ আবাসিক সংযোযগে গ্যাস সরবরাহ না থাকায় আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জোনাল অফিসের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গ্রাহকরা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকার তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিসের সামনে তারা এ বিক্ষোভ ও মানববন্ধন করে।
মানববন্ধন ভুক্তভোগীরা বলেন, আশুলিয়ার গাজিরচটের আড়িয়ারার মোড়, শেরআলী মার্কেট, হক মার্কেট, শিকদারবাগ, বটতলা ও মণ্ডলবাড়ি এলাকায় বৈধ সংযোগে গ্যাস সরবরাহ হচ্ছে না। প্রায় ১৬ বছর ধরে গ্যাস না পেলেও বিল পরিশোধ করে আসছি।
আমাদের এলাকায় বৈধ লাইনে কোনো গ্যাস নেই। তবে যেসব অবৈধ লাইন আছে সেখানে কীভাবে গ্যাস সরবরাহ হচ্ছে।আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা এখানে হাজারো লোক জমায়েত হয়েছি শুধুমাত্র গ্যাস পাওয়ার জন্য।
হক মার্কেট এলাকার ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, ১৬ বছর ধরে এ এলাকায় গ্যাস সরবরাহ প্রায় বন্ধ রয়েছে। দিনের বেলা চুলা জ্বলে না। গ্যাস থাকে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত। সারাদিন ও রাতে মিলে দুই ঘণ্টাও গ্যাস থাকে না। যতটুকু সময় গ্যাস থাকে তা অসময়ে। ওই সময়ে গ্যাস ব্যবহার করা সম্ভব নয়। বছরের পর বছর গ্যাস না পেয়েও আমরা বিল পরিশোধ করে আসছি। গ্যাস নাই, রান্না নাই, সময়মতো খাবার নাই আমরা এ সমস্যার সমাধান চাই। সমাধান না হলে বিগত দিনের গ্যাস না পেয়েও যে বিল আমরা দিয়েছি সেসব টাকা ফেরত চাই।