ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ফেব্রিক্সের গোডাউনে ভয়াবহ আগুন

সুজন আহমেদ
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

সাভারে ফেব্রিক্সের গোডাউনে ভয়াবহ আগুন

ঢাকার সাভারে তৈরি পোশাক কারখানার ফেব্রিক্স এর গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২৪শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে পাকিজা ডাইং এন্ড নিটিং কারখানার ওই ফেব্রিক্সের গোডাউনে ভয়াবহ আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই কারখানার ফেব্রিক্স এর গোডাউনে সকালে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম জানান, ‘আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে গেলে চামড়া শিল্প নগরী থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে কাজে যোগ দেয়। টানা দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গুদামে থাকা কাপড় ও কার্টুন পুড়ে যায়।

আগুন লাগার কারণ জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে হতাহতের কোনো তথ্য নেই।

এ বিষয়ে পাকিজা ডাইং অ্যান্ড প্রিটিং ইন্ডাস্ট্রিজ কারখানার কারও বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।