শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশের কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকান্ড
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশের কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে লাগা আগুন ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
ফায়ার সার্ভিসের সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশের কাঁচা বাজারে ভয়াবহ আগুন
তিনি বলেন, রাত ২টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
কীভাবে আগুন লাগল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।