ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাভারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

সুজন আহমেদ
মার্চ ১, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

সাভারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি  যছৎরোধের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

ঢাকার সাভারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সাভার পৌর জামায়াতের আয়োজনে সাভার রেডিও কলোনি ইলাহ্ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি রেডিও কলোনি থেকে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে শহীদ ইয়ামিন চত্বর হয়ে সাভার সিটি সেন্টারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা -১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার। তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা, দুমুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছে। এর মধ্যেই পবিত্র রমাদান সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে, সব জায়গায় চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে, আগামীতে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসলে সকল ধরনের সিন্ডিকেট ভেঙ্গে ফেলে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা হবে।’

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌর শাখার আমির আজিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন পৌর শাখার সেক্রেটারি আব্দুস সালাম।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান। এ মাসের পবিত্রতা রক্ষা, রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবি নামাজ আদায়ের জন্য মুসলমানদের আহ্বান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা জামায়াতের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, সাভার পৌর শাখার কর্ম পরিষদ সদস্য আমিন উদ্দিন খান শিপন। এছাড়া সাভার পৌর শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।