ধামরাইয়ে অনুমোদন ছাড়া দুটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন-
মো সুজন আহমেদ বিশেষ সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে অনুমোদন ছাড়া ইট ভাটা পরিচালনার দায়ে দুটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। আগামী দিনেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযান থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক জানান, প্রয়োজনীয় ছাড়পত্র ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না নিয়ে গাংগুটিয়ার জালসা এলাকায় এমবিএম স্টার ব্রিকস ও সোনিয়া ব্রিকস ইটভাটা পরিচালনা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ভাটা দুটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা প্রয়োজনীয় কাজগপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটা দুটি গুড়িয়ে দেয়া হয় এবং যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, পর্যায়ক্রমে ধামরাইয়ের সব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।