ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর পলাশে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত

কে.এম.সোহেল হাওলাদার
মার্চ ১১, ২০২৫ ৩:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদীর পলাশে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত

নরসিংদীর পলাশ উপজেলার জয়নগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুমন মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া ওই গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি একটি কোম্পানিতে ওয়াকার পদে চাকরি করতেন।

পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সোমবার সকালে নিহত সুমনের শ্যালক বায়জিদ তার মাকে ফকিরা এলাকায় এক কবিরাজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য রিকশা ঠিক করেন। তবে ওই সময় রিকশাচালক জানায়, তার আগে থেকেই একটি যাত্রী আছে। এরপর বায়জিদের অনুরোধে রিকশাচালক ওই যাত্রীকে না নিয়ে বায়জিদের মাকে নিয়ে যান। এতে ক্ষিপ্ত হয় পূর্ববর্তী যাত্রী আইয়ুব, মোমেন, তারেক, রিমন ও হিমেল। তারা রিকশাচালক ও বায়জিদের সঙ্গে অপমানজনক আচরণ করে এবং বায়জিদকে দেখে নেওয়ার হুমকি দেয়।
রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা আরও ১৫-২০ জনকে নিয়ে বায়জিদের বাড়িতে হামলা চালায়। তখন দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় চিৎকার শুনে নিহত সুমন ও তার বাবা আলম মিয়া ঘটনাস্থলে যান। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন সুমনকে ছুরিকাঘাত করে। বাধা দিতে গেলে তার বাবাকেও মারধর করে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। তার বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদীর পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, রিকশায় যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর তা সংঘর্ষে রূপ নেয়। প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুমন নিহত হয়েছে এবং তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।