ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ঈদ বোনাস বৃদ্ধি সহ ভিভিন্ন দাবি নিয়ে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

কে.এম.সোহেল হাওলাদার
মার্চ ১৪, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরে ঈদ বোনাস বৃদ্ধি সহ ভিভিন্ন দাবি নিয়ে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে ঈদ বোনাস বৃদ্ধিসহ নানা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে তারা মহাসড়কটি অবরোধ করেন। এতে ওই মহাসড়কের উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন ওই পথের যাত্রীরা।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুরের তেলিপাড়া এলাকায় ‘স্মাগ সোয়েটার লিমিটেড’ নামের একটি কারখানায় আড়াই শ থেকে তিন শ শ্রমিক কাজ করেন। তাদের ২৫ শতাংশ হিসেবে ঈদ বোনাস দেওয়া হয়েছে। কিন্তু তারা দাবি করেছেন ৫০ শতাংশ বোনাস। কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় আজ শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ করে দেন তারা। এরপর কারখানায় বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তেলিপাড়া এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানান, ঈদ বোনাস বৃদ্ধি, ওভারটাইম, মাতৃত্বকালীন বিল, টিফিন বিল, বাৎসরিক ছুটি দেওয়াসহ ১৪ দফা দাবিতে তারা আজ সকাল থেকে মহাসড়কে বিক্ষোভ করছেন।

গাজীপুর মহানগরীর বাসন থানার ওসি কাউসার আহমেদ বলেন, ‘শ্রমিকদের সময়মতো বেতন দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত হিসেবে বোনাসও প্রদান করা হয়েছে। এর পরও তারা বেশি বোনাস দাবি করে বিক্ষোভ করছেন। তাদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।