ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাভারে পুলিশের ওপর হামলা-মোটরসাইকেল ভাঙচুর, গ্রেপ্তার ১

সুজন আহমেদ
মার্চ ১৯, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সাভারে পুলিশের ওপর হামলা-মোটরসাইকেল ভাঙচুর, গ্রেপ্তার ১

সাভারে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। এ সময় ভাঙচুর করা হয়েছে পুলিশের যানবাহন।
এ ঘটনায় মোহাম্মদ নাসির (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোহাম্মদ নাসির শোভাপুর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুবাড়িয়া শোভাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।

পুলিশ জানায়, সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে আসামি গ্রেফতার করতে গেলে উপস্থিত পুলিশ সদস্যদের “ভুয়া পুলিশ” আখ্যায়িত করে তাদের ঘেরাও করে রাখেন এলাকাবাসী। এক পর্যায়ে তাদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করা হয় পুলিশের ৩টি মোটরসাইকেল। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় শিকার ওই পুলিশ সদস্যদের উদ্ধার করে সাভারে নিয়ে আসেন।

এছাড়া পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে ঘটনাস্থল থেকে মোহাম্মদ নাসির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।