ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় হাফেজকে কুপিয়ে হত্যা মৃত্যুদণ্ড আদেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় হাফেজকে কুপিয়ে হত্যা মৃত্যুদণ্ড আদেশ আদালতের

নেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যার দায়ে রাজা মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজা মিয়া নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুড়া গ্রামের মো. ফয়েজ উদ্দিনের ছেলে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার অপর তিনজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

খালাস পাওয়া আসামিরা হলেন- ফয়েজ উদ্দিন, ইছব মিয়া ও সফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আবুল হাসেম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান।

আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০০৯ সালের ১৯ জুন বিকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুড়া গ্রামের হাফেজ আনোয়ারুল ইসলামকে প্রকাশ্যে দিবালোকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরদিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা ফজলুল করিম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।