ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় পরিত্যক্ত স্কুলব্যাগে পাওয়া গেলো পিস্তল-বোমা

সুজন আহমেদ বিশেষ প্রতিনিধি আশুলিয়া
মে ৮, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

আশুলিয়ায় পরিত্যক্ত স্কুলব্যাগে পাওয়া গেলো পিস্তল-বোমা ও রামদা

সাভারের আশুলিয়ার একটি মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। তবে এসব অস্ত্র কার কিংবা কে ফেলে রেখে গেছে এমন প্রশ্নের সন্ধান পাওয়া যায়নি

বৃহস্পতিবার (৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার জামগড়ার রূপায়ন মাঠ এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো- দুই রাউন্ড গুলি, একটি দেশীয় পিস্তল, ৫টি হাতবোমা ও ২টি রামদা।এসব অস্ত্র একটি স্কুলব্যাগে করে রাখা হয়েছিল।

পুলিশ জানায়, দুপুরে বেলাল হোসেন নামে এক ব্যক্তি ওই বাউন্ডারির ভেতরে গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে যান।

এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি স্কুল ব্যাগ দেখতে পান তিনি। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সোহরাব আল-হোসাইন বলেন,আশুলিয়ার রূপায়ন মাঠে বিল্লাল নামে এক ব্যাক্তি বাউন্ডারির ভেতরে পরিত্যক্ত একটি ব্যাগ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে ব্যাগটি থেকে ২ রাউন্ড গুলি, একটি দেশি পিস্তল, ২টি দেশীয় অস্ত্র রামদা ও ৫টি দেশীয় হাত বোমা উদ্ধার করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।