ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ পোশাক কারখানার শ্রমিকদের

নিজস্ব প্রতিনিধি
মে ২৬, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ পোশাক কারখানার শ্রমিকদের।

বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে এবি এ্যাপারেলস নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২৬ মে) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, এখনো গত দুই মাসের ২৫ শতাংশ বেতন বকেয়া রয়েছে। এছাড়া কারখানার স্টাফদের দুই মাসের সম্পূর্ণ বেতন দেয়নি কারখানা কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

আন্দোলনকারী শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সাভারের হেমায়েতপুর এলাকার এবি অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা এপ্রিল ও মে মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেন। সকাল থেকে শ্রমিকরা হেমায়েতপুর-সিংগাইর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর মেজর আহসান ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। আলোচনা শেষে কর্তৃপক্ষ ঘোষণা দেয়, আজ এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হবে এবং মে মাসের বেতন ও ঈদ বোনাস ঈদের আগেই দেওয়া হবে। শ্রমিকরা এ আশ্বাসে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে ঈদের আগেই বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা রাস্তা থেকে সরে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।