ঢাকাশুক্রবার , ৬ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাটুরিয়ায় ফেরি সংকট, যানবাহনের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। এতে শুক্রবার (৬ জুন) ভোর থেকেই ঘাট এলাকায় যানবহন ও যাত্রীর বাড়তি চাপ পড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বাস ও যাত্রীর সংখ্যা। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রীর তুলনায় ফেরি সংকটের কারণে শেষ মুহূর্তে ঈদযাত্রায় ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ

নৌপথের দূরত্ব বেড়ে যাওয়া ও ফেরির ট্রিপে সময় বেশি লাগার কারণে কমেছে ফেরি ট্রিপ সংখ্যাও। ঈদে যানবাহন ও যাত্রী পারাপারে ঘাট কর্তৃপক্ষ ১৭টি ফেরি নৌপথে অপারেশনে রাখার পরও ঘাট এলাকায় ফেরি সংকটে নদী পার হতে যানবাহন ও যাত্রীদের ৩ থেকে ৫ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ফলে ঘাট এলাকায় ভোর থেকে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে

বেলা সাড়ে ১১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকামুখী সড়কের প্রায় ৬ কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাসের সারি রয়েছে। অন্যদিকে ব্যক্তিগত ছোট গাড়িরও বেশ চাপ রয়েছে। তবে সকালের দিকে সাধারণ যাত্রীর ঢল থাকলে এখন তেমন চাপ নেই

বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রী পারাপারে ১৭টি ফেরি চলাচল করছে। তবে ঈদের আগে ছুটি কম হওয়ায় যানবাহন ও যাত্রীর বাড়তি চাপ পড়েছে ঘাট এলাকায়। কিছুটা ভোগান্তি থাকলেও নিরাপদে ঘরমুখো মানুষদের নৌপথ পারাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।