সাভারে তিনটি সড়কে দুই দিনের ভোগান্তির ঈদযাত্রা শেষে মিলেছে স্বস্তি। কুরবানির ঈদকে কেন্দ্র করে নাড়ির টানে ঘুরমুখো মানুষেরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন
শুক্রবার (৬ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ডিইপিজেড-আশুলিয়া সড়কে যানবাহনের কোনো চাপ দেখা যায়নি। স্বস্তিতে বাড়ি ফিরতে দেখা গেছে ঘরমুখো মানুষদের
সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, হেমায়েতপুর, গেন্ডা, উলাইল, সাভার বাজার বাসস্ট্যান্ড এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ, বাইপাইল, শ্রীপুর জিরানী ও ডিইপিজেড-আশুলিয়া সড়কের ইউনিক, জামগড়া, জিরাবো এবং আশুলিয়ায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও গাড়ির ধীরগতি কিংবা যানজট লক্ষ্য করা যায়নি। এতে ঈদের তৃতীয় দিন ঈদযাত্রায় ঘরমুখো মানুষ স্বস্তির কথা জানিয়েছেন
রাজশাহীর যাত্রী আফরোজা বলেন, আমি গাবতলী থেকে সকাল সাড়ে ৮টার বাসে রওনা হয়েছি। এখন আশুলিয়ার চক্রবর্তী এসেছি। কোথাও যানজটে পড়তে হয়নি। ভালোভাবেই এখন পর্যন্ত এসেছি। তবে সামনে কেমন হবে তা গেলে বুঝা যাবে বলে জানান তিনি
সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, সড়কে পুলিশ নিরলসভাবে কাজ করছে। কোথাও র্দীঘ যানজট নেই, সড়ক যান চলাচল স্বাভাবিক রয়েছে