ঢাকাশুক্রবার , ১৩ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় আইফোনের জন্য শিক্ষার্থীকে খুন, মুলহোতা র‍্যাব-৪ এর হাতে গ্রেফতার

সুজন আহমেদ
জুন ১৩, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ণ
Link Copied!

আশুলিয়ায় আইফোনের জন্য শিক্ষার্থীকে খুন, মুলহোতা র‍্যাব-৪ এর হাতে গ্রেফতার।

মো: সুজন আহমেদ
ঢাকার অদুরে সাভারের আশুলিয়ায় আনন্দ রায় বাসফোর (২০) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করে আইফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামী হৃদয় আহমেদকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া সিকদার বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৪।

র‌্যাব-৪ জানায়, গত ৮ জুন রাতে জিরানী এলাকার মান্নান ডিগ্রী কলেজের এইসএসসি ২য় বর্ষের শিক্ষার্থী আনন্দ রায় বাসফোর বন্ধুদের সাথে কালিয়াকৈর পিকনিকে যাওয়ার কথা বলে বাসা হতে বাহির হয়ে গিয়ে ছিনতাকারীর কবলে পড়ে। পরে ছিনতাইকারীরা তার সাথে থাকা আইফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ছিনতাইকারীরা তাকে হত্যা করে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও সেন্টারের বাউন্ডারির ভিতরে ডোবার পানিতে ফেলে দিয়ে চলে যায়।

পরবর্তীতে গত ১১ জুন এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া সিকদার বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি হৃদয় আহমেদকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হৃদয় আহমেদ হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। এঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব- ৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।