ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ডিম ও মুরগির সিন্ডিকেটের বিষয়ে নজর রাখছে সরকার : প্রাণী সম্পদ উপদেষ্টা

সুজন আহমেদ
জুন ১৭, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডিম ও মুরগির সিন্ডিকেটের বিষয়ে নজর রাখছে সরকার, প্রাণী সম্পদ উপদেষ্টা

ডিম ও মুরগির বাজারে কারো সিন্ডিকেটের কারণে বা কেউ বাজার দখল ও কারসাজি করার কারণে যেনো মূল্য বৃদ্ধি বা না কমে সে ব্যাপার সরকার নজর রাখছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  ফরিদা আখতার।

আজ মঙ্গলবার(১৭জুন) সকালে সাভারের প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি),প্রাণীসম্পদ অধিদপ্তর এর মাধমে বিসিএস লাইভস্টক একাডেমী,সাভার এর নবনির্মিত ডরমিটরি ভবন উদ্ভোদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন আমি মনে করি আমাদের দেশে গরুর
যে নিজস্ব জাত রয়েছে  তাই যদি ভালো করে সহায়তা দিয়ে উৎপাদন করতে পারি তা হলে এটাই বিশ্বামানের হবে এবং এটাকে কি ভাবে রোগমুক্ত রাখা যায় স্বাস্থ্য ভালো রাখার জন্য ফিড নিয়ে গবেষণা করার প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি ।

অনুষ্ঠানে  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো: তোফাজ্জেল হোসেন, সভাপতিত্ব করেন  প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক , ডঃ মুহাম্মদ আবু সুফিয়ান। পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  ফরিদা আখতার  কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।