ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, থানায় অভিযোগ 

মো:সুজন আহমেদ - বিশেষ প্রতিনিধি
জুন ২৪, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মো: সুজন আহমেদ : আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর প্রতারণার অভিযোগ উঠেছে মেহেদী হাসান মৃদুল (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে।

সোমবার (২৩ জুন) রাতে এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় মেহেদীর। এক মাস আগে তিনি ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর গত ১০ জুন সন্ধ্যায় এবং ২০ জুন সন্ধ্যায় আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে ঘুরতে নিয়ে গিয়ে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করেন।

ভুক্তভোগীর অভিযোগ, ২২ জুন রাত ১১টায় মেহেদী তাকে ফোন করে জানিয়ে দেয়, তার পক্ষে ওই তরুণকে বিয়ে করা সম্ভব নয়। পরদিন ২৩ জুন রাত ৮টা ৩০ মিনিটে শেনওয়ালিয়া বাজার এলাকায় দেখা হলে মেহেদী বলে,  তোমাকে নিয়ে ফুর্তি করেছি, মজা করেছি, তোমাকে বিয়ের কোনো ইচ্ছাই আমার ছিল না।

ওই তরুণীর দাবি, এ ঘটনার ফলে তিনি সামাজিকভাবে লাঞ্ছিত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। মেহেদীর মতো প্রতারকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন,  ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।