মো:সুজন আহমেদ: সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীর দোকান এবং বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল তিন বন্ধু এলাকার সাব্বির ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার ও খোকনের বাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সাব্বির ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার শো-রুম ও খোকনের বাড়িতে বিকালে ৩০ থেকে ৪০ সদস্যের একদল সশস্ত্র দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শো- রুম ও তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করে। এসময় হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর করে। এ সময় হামলা ও ভাঙচুরে বাধা দিলে সন্ত্রাসীরা ৪/৫ জনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসীদের ভয়ে এলাকার লোকজন বাড়ি থেকে বের হতে পারছেন না বলে জানা গেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক শাহ- জালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে