ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মুন্না শেখ গ্রেফতার

মো:সুজন আহমেদ - বিশেষ প্রতিনিধি
জুন ৩০, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

মো: সুজন আহমেদ: ঢাকার আশুলিয়ায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) দুপুর আড়াইটায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মুন্না শেখ নড়াইল জেলার সদর উপজেলার বল্লারটুপ এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়ার ইস্টার্ন হাউজিং এলাকায় ভাড়া থাকতেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জামগড়ায় একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল অবস্থান করছে। পরে থানা পুলিশের একটি দল ওই এলাকার রিপনের মালিকানাধীন বাড়িতে অভিযান চালায়। সেখানকার দ্বিতীয় তলার ভাড়াটিয়া স্বপনের বাসা থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকালে মুন্নার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান চলাকালে বাসায় ইয়াবা সেবনের সময় আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছাদ দিয়ে পালিয়ে যান। পালানোর চেষ্টাকালে মুন্নাকে ধরা হয়।

এ বিষয়ে বিস্তারিত জানাতে পরে প্রেস ব্রিফিং করা হবে বলে জানিয়েছে পুলিশ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।