ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা মনে করেছিলো বাধা দিলেই সব কিছু স্তব্ধ হয়ে যাবে : রিজভী

নিজস্ব প্রতিনিধি
জুলাই ১, ২০২৫ ৭:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সকল ধরনের বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে : রিজভী

সকল ধরনের বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণে মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রদলের জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, শেখ হাসিনা মনে করেছিলো বাধা দিলেই সব কিছু স্তব্ধ হয়ে যাবে। তারপরেও গণতন্ত্রের সংগ্রামকে ঠেকাতে পারেনি। জুলাই আন্দোলন সেই সংগ্রামের দিন।

এ সময় দলের কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিবাদের পতনের কৃতিত্ব এককভাবে কোন রাজনৈতিক দলের নয়। যেসব শহীদ জীবন দিয়েছেন- তাদের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।