ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর সরিষাবাড়ীতে বিএনপির সম্মেলন ঘিরে বইছে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিনিধি
জুলাই ৫, ২০২৫ ৪:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরে সরিষাবাড়ীতে বিএনপির সম্মেলন ঘিরে বইছে উৎসবের আমেজ।

বাধাহীন, মুক্তভাবে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জামালপুরের সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মাঝে বউছে উৎসবের আমেজ। সম্ভাব্য প্রার্থীরা কাউন্সিলর ও ভোটারদের মন জয়ে স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শনিবার (৫ জুলাই) দুপুর ২টায পৌর এলাকার আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করবেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

সম্মেলনকে ঘিরে উৎসবের নগরীতে পরিনত হয়েছে পুরো উপজেলা। সম্মেলন সফল করতে শেষ মুহূর্তে চলছে সম্মেলনের মঞ্চ প্রস্তুতির কাজ। পুরো শহর সাজানো হয়েছে নতুন সাজে। ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। প্রার্থীদের সমর্থকরা তাদের প্রিয় প্রার্থীদের জানান দিতে গভীর রাত পর্যন্ত জোরে সরে চালাচ্ছে মিছিল মিটিং। সম্মেলনের আমেজ ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে গ্রামে।

কে হচ্ছেন পৌরসভা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। পৌরসভা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী পদ প্রত্যাশী রয়েছে।

সভাপতি পদ প্রত্যাশী তিনজন, সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী তিনজন বলে জানা গেছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পৌর বিএনপি সভাপতি প্রার্থী উপজেলা যুবদলের আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।

তিনি পৌর বিএনপির সভাপতি প্রার্থী হওয়ায় কাউন্সিলর ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ বেড়েছে বেশি। অপর সভাপতি পদ প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য রহুল আমিন সেলিম, জামালপুর জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু।

সাধারন সম্পাদক পদ প্রত্যাশীরা হলেন, জেলা বিএনপিরসহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু,বর্তমান পৌর বিএনপির কমিটির সাধারন সম্পাদক শাহ আশরাফুল আলম ফকির, যুব নেতা সেলিম রেজা। দীর্ঘদিন পরে এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন দলীয় নেতা-কর্মীরা।

পৌর বিএনপির সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, জামালপুর পৌর বিএনপির সহ-সভাপতি লিয়াকত হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সহপ্রচার সম্পাদক শিপার মেহেদী ফেরদৌসসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

বর্তমান কমিটির সাধারন সম্পাদক শাহ আশরাফুল আলম ফকির বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০৯ ইং সালে সরিষাবাড়ী পৌর বিএনপি’র সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই কমিটিতে আব্দুল বারেক সভাপতি ও
শাহ আশরাফুল আলম ফকিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তিনি আরো বলেন, ৫ জুলাই দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।