ঝিনাইদহে আইনজীবীর সহকারীকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক আইনজীবীর সহকারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোশারফ হোসেন। তিনি ওই গ্রামের খাবির মণ্ডলের ছেলে, ঝিনাইদহ জজকোর্টে আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
হরিণাকুণ্ডু থানার ওসি এমএ রউফ খান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।