ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ধামরাই আমতলা বাজারে অগ্নিকাণ্ড,তিনটি দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ধামরাই আমতলা বাজারে অগ্নিকাণ্ড,তিনটি দোকান পুড়ে ছাই

ঢাকার ধামরাই ও আশুলিয়ার আমতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান ও দুটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নিনির্বাপক দল। তবে তার আগে তিনটি দোকার পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানায় একটি কনফেকশনারি, একটি বিকাশ আরেকটি ওষুধের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সোহেল রানা বলেন, খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দোকান মালিকদের তথ্য অনুযায়ী আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি তদন্তপূর্বক জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।