ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে রিকশাচালককে হত্যা

নিজস্ব প্রতিনিধি নাটোর
মে ১, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে রিকশাচালককে হত্যা

নাটোরে মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে খোরশেদ আলী নামে এক রিকশাচালককে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত এসএসসি পরীক্ষার্থী সোলেমান পলাতক রয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নাটোর সদর উপজেলার তেগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলী নাটোর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছী গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ঢাকায় রিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এসএসসি পরীক্ষার্থী সোলেমানের মোবাইল ফোন চুরি করেছে নিহত খোরশেদ আলী এমন অভিযোগ করে সে। এরপর থেকেই দুজনের মধ্যে এ ঘটনা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এক সময় দুজনের মধ্য তর্কবিতর্কের একপর্যায়ে খোরশেদ আলীকে ধারাল ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় সে। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযানে আছে এবং মামলার কাজ চলমান আছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।