ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় শো-রুম ও বসত বাড়িতে হামলা-লুটপাট, ব্যাপক ভাংচুর

মো:সুজন আহমেদ - বিশেষ প্রতিনিধি
জুন ২৭, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মো:সুজন আহমেদ: সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীর দোকান এবং বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল তিন বন্ধু এলাকার সাব্বির ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার ও খোকনের বাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সাব্বির ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার শো-রুম ও খোকনের বাড়িতে বিকালে ৩০ থেকে ৪০ সদস্যের একদল সশস্ত্র দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শো- রুম ও তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করে। এসময় হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর করে। এ সময় হামলা ও ভাঙচুরে বাধা দিলে সন্ত্রাসীরা ৪/৫ জনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে পালিয়ে যায়।

এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসীদের ভয়ে এলাকার লোকজন বাড়ি থেকে বের হতে পারছেন না বলে জানা গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক শাহ- জালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।